একজন অসহায় মানষিক রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদনঃ
নাম- প্রিয়াংকা আক্তার
পিতা- মৃত বেলাল হোসেন
মাতা- রাশেদা আক্তার
গ্রাম- হিজলী (খন্দকার বাড়ী)
রোগের ধরণ- মনষিক রোগী
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রোগীর চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে খরচ বহন সম্ভব হচ্চেনা..!
পরিবারে পিতা না থাকায় তার ছোটভাই সামান্য মজুরিতে চাকুরি করে কোন রকম পরিবারের ভরনপোষণ করছে।
এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সহায়তায় এতদিন চিকিৎসা চললেও বর্তমানে তা আর সম্ভব না হওয়ায় রোগির অভিভাবকেরা আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
এমতাবস্থায়, মনবিকদিক বিবেচনা করে রোগির চিকিৎসার জন্য আপনাদের নিকট আর্থিক সাহায্যের আবেদন করছি..!
সাহায্য পাঠানোর ঠিকানা-
আনোয়ার হোসেন
কোষাধ্যক্ষ
ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব
বিকাশ- 01741905680 (personal)
জরুরি প্রয়োজনে
কামাল হোসেন
সভাপতি
ছাত্র বন্ধু স্পোর্টিং ক্লাব
মোবাইলঃ ০১৮২৪৯৬৯৩৬৬